ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৩ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২৩
জাতীয় পর্যায়ে দেশের গানে নলছিটির অন্বষা’র কৃতিত্ববালাদেশ শিশু একাডেমীর আয়োজনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অন্বেষা বর্মন দেশাত্ববোধক সংগীতে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
২৮ জুলাই শুক্রবার জাতীয় শিশু একাডেমিতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের সকল বিভাগের বিজয়ী প্রতিপোগীরা অংশ গ্রহণ করে। অন্বেষা দেশের গানে বরিশাল বিভাগের জন্য দ্বিতীয় পুরস্কারটি বয়ে এনেছে। নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের এই কৃতি শিক্ষার্থী এর আগেও জাতীয় পর্যায় থেকে পুরস্কার অর্জন করেছিলো।
নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সাবেক অফিস প্রধান উত্তম কুমার মালো ও সিনিয়র স্টাফ নার্স গীতা রানীর তিন কন্যার মধ্যে অন্বষা সবার ছোট। তার এ অর্জনে নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ জলিলুর রহমান আকন্দ ও শিক্ষকরা অভিনন্দন ও আগামী দিনের সফলতা কামনা করেছেন। অন্বষার বাবা-মা মেয়ের জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST