তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের মামলার রায়ের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ- সমাবেশ

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৩

তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের মামলার রায়ের প্রতিবাদে  কুড়িগ্রামে বিক্ষোভ- সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি : ০৩.০৮.২০২৩
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের নামে চক্রান্তমূলক মামলার রায়ের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল।
বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে জেলা শহরের দাদামোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঘোষপাড়া যমুনা ব্যাংকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন
জেলা বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক মাসুদ রানা, জেলা বিএনপি সদস্য আজিজুক হক, স্বেচ্চাসেবক দলের সাবেক সভাপতি আবু হানিফ বিল্পব, পৌর বিএনপি সহ সভাপতি নুর আলম,
পৌর বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহেদ রানা, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও যুগ্ন আহবাহক রাকিবুল ইসলাম বকসী রকি। সমাবেশে আশরাফুল ইসলাম বিপুল, মিশু, হিমন, রতন, আরিফ, রাব্বি, খোরশেদসহ সকল নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা ফরমায়েশী ও রাজনৈতিক উদ্দিশ্য প্রনোদিত রায়ের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest