ঢাকা ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৩
কুড়িগ্রাম প্রতিনিধি।। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালকের নির্দেশনায় এবং কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় কর্তৃক ২০২৩ ইং তারিখ শুক্রবার (১১ আগষ্ট)সকালে কুড়িগ্রাম জেলা শহরের জিয়া বাজার এবং আদর্শ পৌর বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়। ক্রয় এবং বিক্রয় রশিদ সংরক্ষণ না করা,মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে জিয়া বাজারে অবস্থিত শমসের ডিম ঘরকে ১০০০ টাকা,আদর্শ পৌর বাজারে অবস্থিত বাবা মায়ের দোয়া বাণিজ্য ভাণ্ডারকে ৫০০ টাকা,মায়ের দোয়া বাণিজ্য ভাণ্ডারকে ১,০০০ টাকা, এম এম ডিম আড়তকে ৫০০ টাকা সর্বমোট ৪টি প্রতিষ্ঠানকে ৩,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। কৃষি বিপণন কর্মকর্তা শাহীন আহমেদ এবং বাংলাদেশ পুলিশ,কুড়িগ্রাম সদর থানা এ অভিযানে সহযোগিতা করেন।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান,জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST