নবাবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৩

নবাবগঞ্জে পাওনা  টাকা চাওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা

হাসিম উদ্দিন নবাবগঞ্জ দিনাজপুর ।

দিনাজপুরের নবাবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় দোকানি মোশারফ হোসেন (৪০)কে কুপিয়ে হত্যা । নিহত দোকানি উপজেলার নারায়ন পুর গ্রামের মোতাহার হোসেন এর ছেলে।
এ ঘটনায় নুরনবী (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ । গ্রেফতারকৃত নুর নবী একই গ্রামের তফিজ উদ্দিনের ছেলে।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বিনোদ নগর ইউনিয়নের চকদলু নারায়ন পুর এলাকায় ঘটনাটি ঘটে।
পুুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে মোশারফ হোসেনের দোকানে
নুরনবীর সাথে দোকানের বাকি ২০ টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে
নুরনবী রড দিয়ে মোশারফ হোসেনের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই দোকানির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য দিনাজপুর এম এম আব্দুল রহিম মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যায় জড়িত এক জনকে আটক করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest