ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩
নলছিটি প্রতিনিধি:
“মাদককে রুখবো স্মার্ট বাংলাদেশ গড়বো”- এই স্লোগানকে সাামনে রেখে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সরকারি নলছিটি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমন্বিত মাদক বিরোধী কর্মপরিকল্পনা বাস্তবায়নে এক সভা অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝালকাঠির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: খায়রুল বাশার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলছিটি উপজেলার নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক আব্দুল কাদের, নলছিটি প্রেসক্লাবের সভাপতি এনায়েত করিম,নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ খলিলুর রহমান মৃধা প্রমূখ। সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝালকাঠির এস আই আবু হানিফ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার। ছাত্র-ছাত্রীরা মাদকের ধ্বংশাক্তক কাজে নিজেদের জরাবেন না, মাদক গ্রহণ করবে না এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদকমুক্ত সমাজ গড়ার শপথ করেন। বক্তারা মাদকমুক্ত নলছিটি গড়ার অঙ্গিকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে ছাত্র -ছাত্রীদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরন করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST