ঢাকা ৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৩
কুড়িগ্রাম প্রতিনিধি ।।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট -২০২৩ শনিবার সকালে কুড়িগ্রাম ষ্টেডিয়ামে উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম -২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আল আসাদ মেঃ মাহফুজুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর আলী,জেলা আওয়ামীলীগের সম্পাদক ও উপজেলা চেযারম্যান আমান উদ্দিন আহমেদ মনজু,পৌর মেযর কাজিউল ইসলাম,কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। স্বাগত বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নবেজ উদ্দিন সরকার।
বক্তারা বলেন সুষ্ঠ ভাবে বেড়ে উঠার জন্য স্কুল পর্যায়ে খেলাধুলা খুবই জরুরী। এতে শিশুদের মানুষিক বিকাশের পাশাপাশি মাদক আসক্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। জোলার প্রতিটি উপজেলা থেকে দুটি করে মোট ১৮টি গ্রুপ জেলায় অংশ গ্রহন করে
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST