ঢাকা ৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৩
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম: ২৫.০৯.২০২৩
কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-উলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে কুড়িগ্রাম জামায়াতে ইসলামী।
২৫ সেপ্টেম্বর সোমবার সকালে কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জেলা সদরের ভোগডাঙ্গা মডেল কলেজের সামন থেকে শুরু হয়ে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়ক কুমরপুর বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুর হামিদ মিয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও কুড়িগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ইয়াসিন আলী সরকার, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান, ফুলবাড়ী উপজেলা আমীর মাওলানা আব্দুল মালেক, ভূরুঙ্গামারী উপজেলা আমীর আনোয়ারুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সেক্রেটারী মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST