ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরের বারবাকপুর এলাকায় রাতের আধারে পুকুরে বিষ দিয়ে গলদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মিশ্র মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। এতে দেড় লাখ টাকার ক্ষতি সাধান হয়েছে বলে জানান পুকুরের মালিক আহসান হাবিব রুবেল।আহসান হাবিব রুবেল অভিযোগ করে জানান, সোমবার রাতের কোনো এক সময় পুকুরে দূর্বৃত্তরা বিষ দিয়ে মাছ নিধন করে নিয়ে যায়। মাছের ঘের দেখার দায়িত্বে থাকা আসাদুল মঙ্গলবার বেলা ১১ টার দিকে পুকুরে মাছের খাবার দিতে এসে দেখতে পায় চিংড়ি সহ ভিবিন্ন প্রজাতির মাছ মরে পুকুরে ভাসছে। এর পরে মালিককে জানান। ওই পুকুরে গলদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ ছিলো তা সব নিয়ে গেছে দূর্বৃত্তরা এতে প্রায় দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক জানান, এ বিষয়ে অভিযোগ পেলে সরজমিন পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST