ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৩
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম’র সাথে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নলছিটি উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, আরও বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মজিবুর রহমান, জেলা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খান মতিউর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্সেদা লস্কর, উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ হাবিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও পৌরসভার ওয়ার্ড কাউন্সিলার তাজুল ইসলাম চৌধুরী দুলাল প্রমুখ।
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি মো: ইউসুফ আলি তালুকদারসহ পৌর ও ইউনিয়ানের মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বৃন্দ, নলছিটি ফায়ারসার্ভিস প্রতিনিধি, প্রভাষক মো: আমির হোসেন, সাংবাদিক তপন কুমার দাস প্রমূখ।
এসময় অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধারা বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তান।১৯৭১ সালে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দেশের ন্যায় নলছিটি উপজেলার বীর বাঙ্গালী সন্তানরা দেশ রক্ষার ঝাঁপিয়ে পরেছিল। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা কখনো ভুলে যাওয়ার নয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST