ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৩
ঝালকাঠি প্রতিনিধিঃ
করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে অক্সিজেন ব্যাংক ঝালকাঠি’র ২৪ ঘন্টা বিনামূল্যে অক্সিজেন সেবাই নিয়োজিত স্বেচ্ছাসেবী রবিন চন্দ্র শীল ( ২৬ ) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (২৭ নভেম্বর) সকালে ঝালকাঠি থানা পুলিশ শহরের পশ্চিম স্ট্যান্ড রোড (কাঠালতলা) এলাকার ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে সোমবার রাতে ঝালকাঠি পৌর মহা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
রবিন চন্দ্র শীল পোনাবালিয়া ইউনিয়নের নাগপাড়া গ্রামের মৃত রাধেশ্যাম’র বড় ছেলে।
এলাকাবাসী জানায়, রবিন এইখানে ভাড়া বাসায় ছোট ভাই, বোন ও মাকে নিয়ে দীর্ঘদিন বসবাস করতো। রবিনের মা গত ২৬ শে নভেম্বর রবিবার তার এক আত্মীয়ের বিবাহ অনুষ্ঠানে যান। রাতে বাসায় ছোট ভাই রনি ও রবিন ছিল।
রবিন মানুষের বিপদে সব সময় ঝাঁপিয়ে পড়তো। আমাদের জানামতে তার কোন শত্রু নেই খুব ভাল ছেলে। রবিনের কাছে এলাকার কিছু সুদ ব্যাবসায়ীরা টাকা পেত। হয়তো সুদের টাকার চাপের জন্যে আত্মহত্যা করতে পারে। এছাড়া অন্য কোন কারন দেখি না। রবিনের মতো একটি ভালো ছেলে আমাদের এলাকায় আর নেই।
রবিন আখড়াবাড়ী মার্কেটে আই ভিশন দোকানের মালিক।
রবিনের মৃত্যুতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শোক প্রকাশ করেছেন এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম বলেন, ওই যুবকের অনেক ঋণ ছিল। ধারণা করা হচ্ছে ঋণের চাপে হয়তো সে আত্মাহত্যা করেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST