ঝালকাঠি-২ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৩

ঝালকাঠি-২ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি-২ আসনে জাতীয় পার্টির (লাঙ্গল মার্কা) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলেন বিশিস্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু। তিনি জাতীয় পার্টির ঝালকাঠি জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে তিনি বরিশাল বিএম কলেজের একজন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি ঝালকাঠির ঐতিহ্যবাহী রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের জেলা প্রশাসক মনোনীত শিক্ষানুরাগী সদস্য, ঝালকাঠি রেডক্রিসেন্ট, ডায়াবেটিকস সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সৎ ও সহজ সরল মানুষ। সমাজসেবা ও জনহিতৈষী কার্যক্রমে সম্পৃক্ত থাকা তার নেশা ও পেশা। তিনি স্বেচ্ছাশ্রমে বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে ইতিমধ্যেই ঝালকাঠিতে জনপ্রিয়তা অর্জন করেছেন। তার মনোনয়নের খবরে জেলা জাপা’র নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে আনন্দ উৎসব পরিলক্ষিত হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest