ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, সাবেক সফল শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি -২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় নলছিটি উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড`র আয়োজনে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয় আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালী বক্তব্য দেন আওয়ামীলীগের ঝালকাঠি-২, আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব আমির হোসেন আমু ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ডা. মো, ইউসুফ আলী তালুকদার।
আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রিয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান মনির,ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব শামীম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক লাইজুর রহমান রিয়াজ,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কুলকাঠি ইউনিয়নের সভাপতি মো. মাসুম হোসাইন প্রমুখ ।
এর আগে উপস্থিত অতিথিদের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র্যালিতে আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড`র বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী র্যালীতে অংশ নেন ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST