কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সমাধী সৌধ বাধাইয়ের কাজ শুরু

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩

কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের  সমাধী সৌধ বাধাইয়ের কাজ শুরু

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম : ২০.১২.২০২৩
কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সমাধী সৌধ বাধাইয়ের কাজ শুরু হয়েছে। বুধবার সকালে সরকারী কলেজ চত্বরে অবস্থিত কবির সমাধী বাধাইয়ের কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এসময় পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম ও কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায় শ্যামল ভৌমিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক জানান কবি সৈয়দ হকের সমাধীসৌধ ঘিরে স্মৃতি কমপ্লেক্স নির্মানের কাজ দ্রুত সময়ের মধ্যে করার ব্যাপারে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।
১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম শহরের থানা পাড়ার পৈত্রিক নিবাসে জন্মগ্রহণ করেন সৈয়দ হক। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। কবির শেষ ইচ্ছে অনুযায়ী জন্ম শহর কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে সমাধিত করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest