কুড়িগ্রামে অভিনব কায়দায় ডিমের খাঁচায় ফিটিংকৃত ১০২ বোতল ফেন্সিডিল উদ্ধার : মাদক ব্যবসায়ী মফিজুল গ্রেফতার

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩

কুড়িগ্রামে অভিনব কায়দায় ডিমের খাঁচায় ফিটিংকৃত ১০২ বোতল ফেন্সিডিল উদ্ধার :  মাদক ব্যবসায়ী মফিজুল গ্রেফতার

সাইফুর রহমান শামীম,,কুড়িগ্রাম : ২৩/১২/২৩
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম শনিবার ভোররাতে অভিযান চালিয়ে ১০২ বোতল ফেন্সিডিলসহ মফিজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। নাগেশ্বরী পৌরসভার আলেপের তেপতি নামক স্থানে পাঁকা রাস্তার উপর এ ঘটনা ঘটে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রুপ কমার
সরকার জানান, ভূরুঙ্গামারী থানার মালভাঙ্গা গ্রামের মফিজুল ইসলাম (৬২) অটোরিকশায় অভিনব কায়দায় প্লাস্টিকের খাঁচায় কোয়েল পাখির ডিমের সাথে অভিনব কায়দায় ফিটিংকৃত অবস্থায় ১০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে অটোরিকশাটি জব্দ এবং মফিজুলকে গ্রেপ্তার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। শনিবার বিকালের মধ্যে আসামী কে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest