ঢাকা ৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৪
মোঃ হাসিম উদ্দিন নবাবগঞ্জ দিনাজপুর ঃ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার মার্কেটে গভীর রাতে আগুন লেগে ১২টি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে।
বুধবার (১১ জানুয়ারী) দিবাগত রাত আড়াইটার দিকে ভাদুরিয়া বাজারের চৌমাথার মোড়ে মাকের্টে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে মুদিদোকান, ফ্রিজ টিভির শোরুম,কসমেটিকস, স্বর্ণের দোকান সহ মোট ১২টি দোকান পুড়ে ভস্মিভূত হয়।
নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন- প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। প্রথমে একটি দোকানে সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘন্টা ব্যাপি অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ১২টি দোকান পুড়ে ভুৃষ্মিভুত হয়ে যায়। ধারনা করা হচ্ছে আগুনে দোকানের মালামাল পুড়ে ব্যবসায়ীদের প্রায় ৭৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের দিনাজপুরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST