গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ৫ পদে জামায়াত–সমর্থিত জয়ী

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, মে ৩০, ২০২৫

গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ৫ পদে জামায়াত–সমর্থিত জয়ী

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদকসহ মোট ৫টি পদে জয় পেয়েছেন জামায়াতসমর্থিত সবুজ প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদসমর্থিত নীল প্যানেল থেকে ১১টি পদে প্রার্থীরা জয়লাভ করেছেন।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাতে সমিতির প্রধান নির্বাচন কমিশনার সুলতান উদ্দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন।

সবুজ প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেনসভাপতি পদে শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (কামাল) এবং সহসাধারণ সম্পাদক মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী। এছাড়া সদস্য পদে জয় পেয়েছেন আবদুর রহিম মাহদী হাসান।

অন্যদিকে নীল প্যানেল থেকে জয়ী হয়েছেনসহসভাপতি পদে আবদুল হামিদ, কোষাধ্যক্ষ পদে আবুল কালাম আজাদ, লাইব্রেরি সম্পাদক কামরুল হাসান রাসেল, অডিটর পদে রবিউল আলম, সাংস্কৃতিক ক্রীড়া সম্পাদক সালাহ্ উদ্দিন খান এবং মহিলা সম্পাদিকা পদে আজিজা আক্তার। সদস্য পদে নির্বাচিত হয়েছেন আসিফ রায়হান কাউসার, আশিকুর রহমান, কামরুল হাসান, ফাতেমা খান শ্যামল সরকার।

নির্বাচন কমিশনার সুলতান উদ্দিন জানান, এবারের নির্বাচনে মোট হাজার ৮৯০ জন ভোটারের মধ্যে হাজার ৪২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনের ফলাফলের মাধ্যমে গাজীপুর বারে দুটি প্যানেলের মধ্যে বিভাজিত জয় দেখা গেলেও নির্বাচনী পরিবেশ ছিল শান্তিপূর্ণ সুশৃঙ্খল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest