ঢাকা ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, জুন ৬, ২০২৫
বিশেষ প্রতিনিধি#
বরগুনা ● ৬ জুন ২০২৫
বরগুনার প্রথিতযশা নাগরিক, সাবেক জেলা নাজির, সদরঘাট জামে মসজিদের সাবেক সহ-সভাপতি এবং দৈনিক শেষকথা পত্রিকার সম্পাদক ইউনুস সোহাগ ও এসএসপি’র বরগুনা জেলা আহ্বায়ক সাংবাদিক হাফিজুর রহমানের শ্রদ্ধেয় পিতা আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন মিয়া আজ শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে নিজ বাসভবন “আবেদীন ভবনে” শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। জীবদ্দশায় তিনি ছিলেন একজন সদা বিনয়ী, ধর্মপরায়ণ ও মানবিক গুণসম্পন্ন ব্যক্তিত্ব। সরকারি দায়িত্ব পালনকালে সততা ও নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি সামাজিক, ধর্মীয় ও সাংবাদিক মহলে একজন পরম শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে সমাদৃত ছিলেন।
তাঁর মৃত্যুতে বরগুনা তথা দক্ষিণাঞ্চলের সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) এক শোকবার্তায় মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। এসএসপি নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, বিশেষ করে সাংবাদিক ইউনুস সোহাগ ও হাফিজুর রহমানের প্রতি গভীর সমবেদনা জানান।
এসএসপি পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বরগুনার সাংবাদিক সমাজ এক মহান অভিভাবককে হারালো, যাঁর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সাথে স্মরণীয় থাকবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST