সারা দেশের সাথে একযোগে মেহেন্দিগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫

সারা দেশের সাথে একযোগে মেহেন্দিগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি

 

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি #জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সারা দেশের মতো বরিশালের মেহেন্দিগঞ্জেও একযোগে অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি।

 

শনিবার (২০ জুলাই) সকাল ১১টায় মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট লঞ্চঘাট সংলগ্ন এলাকায় বরিশাল উত্তর জেলা কৃষকদলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

 

কর্মসূচির নেতৃত্ব দেন বরিশাল উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক নলী মোঃ জামাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষকদল নেতা মুন্না খন্দকার, মফিজ সরদার, জুবায়ের মিয়াজী, আখের ফরাজী, আলতাপ খন্দকার, কাসেম রাঢ়ী, জসীম, শহীদসহ স্থানীয় নেতাকর্মীরা।

 

বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন—

“শহীদ জিয়ার ঘোষিত সবুজ বিপ্লবের ধারাবাহিকতায় এই কর্মসূচি। একদিকে শহীদদের প্রতি শ্রদ্ধা, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় এটি সময়োপযোগী একটি উদ্যোগ।”

 

তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে গাছ লাগাতে হবে, পরিচর্যা করতে হবে এবং আগামীর জন্য সবুজ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে হবে।

 

সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সচেতনতার এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিলো ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest