ঢাকা ৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
নলছিটি প্রতিনিধি, ঝালকাঠি:
ঝালকাঠির নলছিটি পৌর ছাত্রলীগের ৮ নম্বর ওয়ার্ড কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রুশাদ হোসেন-এর বিরুদ্ধে নলছিটিতে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যানারে আজ ২৫ ফ্রেরুয়ারী আয়োজিত এই বিক্ষোভে বক্তারা তাকে “সন্ত্রাসী” এবং “মাফিয়া চরিত্রের” ব্যক্তি বলে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে অবিলম্বে গ্রেপ্তারি পরোয়ানা জারির দাবি জানান।
বিক্ষোভে অংশগ্রহণকারী বক্তারা বলেন, “রুশাদ হোসেন দীর্ঘদিন ধরে ছাত্রলীগের ব্যানারে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তিনি বিভিন্ন মিছিল, সভা ও বিক্ষোভে নেতৃত্ব দিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করেছিলেন। এমন একজনকে ছেড়ে দিলে ভবিষ্যতে আরও অস্থিরতা তৈরি হবে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা প্রেসক্লাব চত্বরে জড়ো হয়ে “রুশাদ হোসেনকে গ্রেপ্তার করো!”, “ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার চাই!” ইত্যাদি স্লোগান দেন। তারা দাবি করেন, রুশাদ হোসেনের কর্মকাণ্ড স্থানীয় প্রশাসন ও জনগণের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল।
এছাড়া বিক্ষোভে কয়েকজন বক্তা অভিযোগ করেন যে, তিনি বিভিন্ন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের প্রভাবিত করেছেন এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন।
ঘটনার পর নলছিটি থানার আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে পুলিশ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST