বিএনপির মানবিক উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৫

বিএনপির মানবিক উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ

 

 

ফরিদ চিশতী

 

চুয়াডাঙ্গা জেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর কমিউনিটি ক্লিনিকের প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। ফলে ক্লিনিকে যাতায়াতসহ স্থানীয় মানুষের চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়। এ অবস্থায় এলাকাবাসীর কষ্ট লাঘবের জন্য স্থানীয় বিএনপির উদ্যোগে অস্থায়ীভাবে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে।

 

সাঁকো নির্মাণের ফলে আপাতত এলাকাবাসী কিছুটা হলেও স্বস্তির সাথে চলাচল করতে পারছেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভুক্তভোগী মানুষজন।

 

এ সময় কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি তরিকুল ইসলাম বলেন , মুন্সিপুর এলাকা একটি ঘনবসতিপূর্ণ জনপদ। অসহায় মানুষের প্রাথমিক চিকিৎসার জন্য কমিউনিটি ক্লিনিকের যাতায়াত ব্যবস্থা অত্যন্ত জরুরি। তাই স্থায়ী সমাধানের জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের নিকট দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

 

এ সময় মুন্সিপুর এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest