ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৫
ফরিদ চিশতী
চুয়াডাঙ্গা জেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর কমিউনিটি ক্লিনিকের প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। ফলে ক্লিনিকে যাতায়াতসহ স্থানীয় মানুষের চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়। এ অবস্থায় এলাকাবাসীর কষ্ট লাঘবের জন্য স্থানীয় বিএনপির উদ্যোগে অস্থায়ীভাবে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে।
সাঁকো নির্মাণের ফলে আপাতত এলাকাবাসী কিছুটা হলেও স্বস্তির সাথে চলাচল করতে পারছেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভুক্তভোগী মানুষজন।
এ সময় কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি তরিকুল ইসলাম বলেন , মুন্সিপুর এলাকা একটি ঘনবসতিপূর্ণ জনপদ। অসহায় মানুষের প্রাথমিক চিকিৎসার জন্য কমিউনিটি ক্লিনিকের যাতায়াত ব্যবস্থা অত্যন্ত জরুরি। তাই স্থায়ী সমাধানের জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের নিকট দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
এ সময় মুন্সিপুর এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST