ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫
জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। পর্যটন ও টেকশই উন্নয়ন প্রতিপাদ্য নিয়ে এ উপলক্ষ্যে তেঁতুলিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েসন, পঞ্চগড় এর আয়োজনে শনিবার (২৭সেপ্টেম্বর)এই অনুষ্ঠান আয়োজন করে। তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত প্রথম পর্বের শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে তেঁতুলিয়া চৌরাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজক সংগঠনের সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর পঞ্চগড় জেলা প্রতিনিধি সরকার হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু, উপজেলা ভূমি কর্মকর্তা এম এ আকাশ, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিঞা, পঞ্চগড় ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি শাহদৎ হোসেন রঞ্জু, জেলা পাথর বালি ব্যবসায়ী ও যৌথ ফেডারেশনের সাধারণ সম্পাদক হামিদুল হাসান লাবু, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক আহসান হাবীব, পরিবেশ কর্মী মাহমুদুল হাসান, ট্যুরিজম ডেভলেপমেন্ট এসোসিয়েসনের সাধারন সম্পাদক আতিকুজ্জামান সাকিল প্রমুখ । আলোচনা সভায় অংশগ্রহনকারীরা তেঁতুলিয়া উপজেলার পযর্টন সম্ভবনা ও সমস্যার কথা তুলে ধরেন। পযর্টকদের সব ধরনের সুযোগ সুবিধা , আবাসন, খাবার, যোগাযোগ ও নিরাপত্তার বিষয়গুলো আলোচনায় স্থান পায়। এসময় পঞ্চগড় কে পর্যটন জেলা হিসেবে ঘোষনা করার দাবি জানান ট্যুরিজম ডেভেরাপমেন্ট এসোসিয়েশনের সদস্যবৃন্দ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST