ঢাকা ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) আইনজীবী নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনস্থ সংস্থাটি ‘বিপিসি’র আইন উপদেষ্টা ও প্যানেল আইনজীবী নিয়োগ ও ব্যবস্থাপনা নির্দেশিকা-২০২৫’ অনুযায়ী ০২ জন আইন উপদেষ্টা এবং ১০ জন প্যানেল আইনজীবী নিয়োগ দেবে।
বিজ্ঞপ্তি সূত্রে জানাগেছে, বিপিসির পক্ষে উচ্চ আদালত ও নিম্ন আদালতে মামলা পরিচালনা, আইনগত মতামত ও পরামর্শ প্রদান এবং সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য মোট ১২ জন আইনজীবী নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগ্রহী আইনজীবীদের বিপিসির ওয়েবসাইটে প্রকাশিত নির্ধারিত আবেদন ফরম পূরণ করে নির্দেশিকার ধারা ৬ অনুযায়ী যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ধারা ৭ অনুযায়ী প্রয়োজনীয় সনদ ও দলিল সংযুক্ত করতে হবে।
একই ব্যক্তি আইন উপদেষ্টা ও প্যানেল আইনজীবী—দুই পদে একযোগে নিয়োগ পাবে না। নির্বাচিতদের সঙ্গে বিপিসি চুক্তি করবে এবং নিয়োগের মেয়াদ হবে ৩ বছর। তবে উভয় পক্ষ ১ মাসের নোটিশে চুক্তি বাতিল করতে পারবে।
আবেদনপত্র সচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম বরাবরে আগামী ২২ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের পর ও অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।
খামের উপর “আইন উপদেষ্টা অথবা প্যানেল আইনজীবী পদের জন্য আবেদনপত্র” লিখতে হবে।
বিশেষ দ্রষ্টব্য হিসেবে উল্লেখ করা হয়েছে, ২০১১ সালে প্রকাশিত পূর্বের আইন উপদেষ্টা নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। বিপিসিতে পূর্বে আইন উপদেষ্টা/আইনজীবী হিসেবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST