দাবি শুধু একটাই , পীরেরবাগ ওয়ার্ড চাই

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

আলোকিত সময় ডেস্কঃ উত্তর, দক্ষিণ ও মধ্য পীবেরবাগ কে নিয়ে আলাদা ওয়ার্ড ঘোষণো গঠনের দাবীতে, আগামী ৯ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় এক নাগরিক সভার আয়োজন করা হয়েছে। মধ্য পীরেরবাগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করবেন “ওয়ার্ড বাস্তবায়ন কমিটির” প্রধান সমন্বয়ক এস,এ,সহিদুল্লহ্ সুজা।সভা সঞ্চালনা করবেন এস,এম সামছুল আলম নিক্সন। সভার মুল এজেন্ডা পীরেরবাগ কে আলাদা ও বড়বাগ,মনিপুর কে আলাদা ওয়ার্ডে গঠন করা। কারন ৯৭৭৭৭ জন ভোটার ও এর প্রায় দ্বিগুনেরও বেশী মানুষের বাস এই ১৩ নং ওয়ার্ডে। এত বিশাল জনবহুল মানুষকে একজন কাউন্সিলর কোন ক্রমেই উন্নত নাগরিক সুবিধা দিতে পারবে না। আবার নাগরিকরাও অনেক ক্ষেত্রে বঞ্চিত হয় তাদের নাগরিক সুবিধা পেতে। তাই মানবিক ঢাকায়, আধুনিক নাগরিক সেবা পেতে জনসংখ্যার আনুপাতিক হার বিবেচনা করে। উত্তর, দক্ষিণ ও মধ্য পীরের বাগের সমন্বয়ে একটি ও বড়বাগ, মনিপুরকে নিয়ে আলাদা ওয়ার্ড গড়ার জন্য অনুষ্ঠিত গবে এই নাগরিক সভা। স্হান মধ্য পীরেরবাগ আলীম উদ্দিন স্কুলের গেট সংলগ্ন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest