অপরাধী যেই হোক কোনো ছাড় নেইঃ বিএমপি কমিশনার

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০

অপরাধী যেই হোক কোনো ছাড় নেইঃ বিএমপি কমিশনার

শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরোঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত জিরো টলারেন্স নীতিতে আমরা মাদকের বিরুদ্ধে কাজ করছি, শুধু মাদকই নয় সব অপরাধের বিরুদ্ধেই আমরা কঠোরভাবে কাজ করছি। অপরাধী যেই হোক কোন ছাড় নেই।’ আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারী) সকালে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার আয়োজনে ওপেন হাউজ ডে তে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কাউনিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আজিমুল করিম সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর জোন) খায়রুল আলম, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, কাউনিয়া থানার এসি আবদুল হালিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest