মেহেন্দিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন ধ্বংস গ্রেফতার ২

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

মেহেন্দিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন ধ্বংস গ্রেফতার ২

 মোঃ ইব্রাহীম মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ- মেহেন্দিগঞ্জে নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩টি ড্রেজার মেশিন ধ্বংস ও ২ জনকে গ্রেফতার করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে ভাষানচর ইউনিয়নের কালাবদর ও গজারিয়া নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি বালু খেকো চক্র। বালু উত্তোলনের ফলে নদী ভাঙনের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে।

সোমবার (২৭ জানুয়ারি) এমন গোপন তথ্যের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযূষ চন্দ্র দে, এস আই রবীন্দ্রনাথ সিংহ সহ সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের দায়ে পাইপসহ স্থানীয় ভাবে তৈরি করা ৩ টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস এবং আটককৃত মোঃ কাইয়ুম (২৮) ও মোঃ শাখাওয়াত হোসেন (৩১) কে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযূষ চন্দ্র দে বলেন, বালু উত্তোলনের ফলে নদী ভাঙনসহ পরিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছিল। বালুমহাল আইনে বালু উত্তোলনকারীদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। তবে এ অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest