এসএম স্বপন,বেনাপোলঃ শার্শার নাভারন বাজার থেকে ১০৫ লিটার চোলাই মদ সহ নিজাম উদ্দিন (৪৪) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। রোববার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময় তাকে আটক করা হয়। আটক নিজাম বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের লাল মিয়ার ছেলে। যশোর র্যাব-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সোহেল পারভেজ, বলেন গোপন সংবাদের ভিত্তিতে নাভারন বাজারের যাত্রী ছাউনির সামনে অভিযান চালিয়ে ১০৫ লিটার চোলাই মদ ও একটি মোবাইল সেট সহ ওই মাদক ব্যবসায়িকে আটক করা হয়। আটককৃতর নামে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। শার্শা থানার ওসি আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেব, আটক মাদক ব্যবসায়ীকে যশোর আদালতে পাঠানো হয়েছে।