রাজগঞ্জে ওয়াজ মাহফিল থেকে মামুন নামের এক প্রধান বক্তাকে আটক করেছে পুলিশ

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০

রাজগঞ্জে ওয়াজ মাহফিল থেকে মামুন নামের এক প্রধান বক্তাকে আটক করেছে পুলিশ

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর) প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে যশোরের রাজগঞ্জে ওয়াজ মাহফিল থেকে আব্দুল্লাহ্ আল মামুন নামের এক প্রধান বক্তাকে আটক করেছে পুলিশ। রোবাবার (১৭ ফেব্রুয়ারি) রাজগঞ্জের হানুয়ার মাঝেরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ মাহফিল থেকে রাত সাড়ে ১২টার সময় আব্দুল্লাহ্ আল মামুনকে আটক করা হয়েছে। জানা যায়, এদিন সন্ধ্যা থেকে রাজগঞ্জের হানুয়ার মাঝেরপাড়া মসজিদ কমিটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল চলছিলো। উক্ত মাহফিলে প্রধান বক্তা ছিলেন আব্দুল্লাহ্ আল মামুন। সে কাগমারি দাখিল মাদ্রাসার শিক্ষক ও গঙ্গানন্দপুর জামে মসজিদের খতিব। সন্ধ্যা থেকে সেখানে ইসলামী আলোচনা শুরু হয় এবং রাত ১২টায় শেষ হয়। মাহফিল শেষ হওয়ার পরপরই ওই মসজিদ থেকে তাকে আটক করে। এবিষয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তারিকুর ইসলাম জানান, আটককৃত বক্তা আব্দুল্লাহ্ আল মামুনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় নাশকতাসহ একাধীক মামলার ওয়ারেন্ট রয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest