ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০
মোহাম্মদ মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধিঃ মাতৃভাষা হিসেবে বিশ্ব-ভাষা তালিকায় বাংলার অবস্থান পঞ্চম এবং বহুল ব্যবহৃত ভাষা হিসেবে এর অবস্থান সপ্তম। ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত বাংলায় কথা বলেন ২২ কোটির বেশি মানুষ। ভাষা নিয়ে তথ্য সংগ্রহকারী সংস্থা ইথনোলগ’র সাম্প্রতিক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে বিশ্বের ১০০টি বহুল ব্যবহৃত ভাষার তালিকা। সেই সঙ্গে সংস্থাটি তুলে ধরেছে মাতৃভাষা হিসেবে ভাষাগুলোর ক্রমিক অবস্থান। সংস্থাটির মতে, সারাবিশ্বে ইংরেজি ভাষায় কথা বলেন সবচেয়ে বেশি মানুষ। প্রায় ১১০ কোটি মানুষ এই ভাষায় কথা বললেও তাদের মাত্র ৩৩ শতাংশের মাতৃভাষা ইংরেজি। বহুল ব্যবহৃত ভাষার তালিকায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে — মানদারিন (চীনা), হিন্দি, স্প্যানিশ এবং ফরাসি। এই তালিকায় শীর্ষ দশ ভাষার মধ্যে রয়েছে যথাক্রমে আরবি, বাংলা, রুশ, পর্তুগিজ এবং ইন্দোনেশীয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST