ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ছুটি ঘোষণা করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ আগামীকাল বৃহস্পতিবার পূর্ণ দিবস অফিস ছুটি ঘোষণা করেছে। এর ফলে বৃহস্পতিবার করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয়সমূহ বন্ধ থাকবে।
জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিকেল ৩টায় নগর ভবন প্রাঙ্গণে সাদেক হোসেন খোকার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সাদেক হোসেন খোকা নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সোমবার (৪ নবেম্বর) দুপুর ১টায় ইন্তেকাল করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST