স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাছানের পরিশ্রমের ফলে রূপগঞ্জে সাধারণ মানুষের মাঝে আইন শৃঙ্খলার প্রতি আস্থা ফিরে এসেছে। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান ও তার সহকর্মীদের পরিশ্রমে ফলে রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি সহ সকল ক্ষেত্রে পুলিশের কার্যকারী ভুমিকা দেখা যাচ্ছে । নারায়ণগঞ্জ জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ ভুমিকা রাখার ফলে নারায়ণগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ সাব ইনস্পেক্টর নির্বাচিত হয়েছে রূপগঞ্জ থানার সাব ইনস্পেক্টর নাজিম উদ্দিন । এ ছারা ও রূপগঞ্জ কে মাদক মুক্ত করতে ওসি মাহমুদুল হাছান মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ার দিয়ে বলেছেন মাদক বিক্রেতা বা মাদকের সেন্টার দাতা কাউকে বিন্দু পরিমান মাত্র ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যেই মাদকের বিরুদ্ধে একাধিক যৌথ অভিযান চালানো হয়েছে। বর্তমানে রূপগঞ্জে একটি বড় সমস্যা দেখা দিয়েছে অটোরিকশা ছিনতাই ইতিমধ্যে আমি ও আমার থানার পুলিশের দক্ষতা কে কাজে লাগিয়ে দুইটি অটোরিকশা ছিনতাইর সাথে জড়িতদের গ্রেফতার ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং এই বিষয় গুলো নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে অটোরিকশা চালাক ও মালিকের সাথে মতবিনিময় সভা করেছি । সভায় তাদের সমস্যা গুলো চিহ্ন করে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি যাতে ছিনতাই ঘঠনা প্রতিরোধ করা যায়। ওসি মাহমুদুল হাছান তার এই সব ভালো কাজের জন্য ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও নির্বাচিত হয়েছেন। রূপগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসা প্রতীক হয়ে জায়গা করে নিয়েছে মানুষের মনে ওসি মাহমুদুল হাছান ।