শেখ হাসিনার নির্দেশ,অনুমতি ছাড়া বঙ্গবন্ধুর ম্যুরাল করা যাবে নাঃ

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

শেখ হাসিনার নির্দেশ,অনুমতি ছাড়া বঙ্গবন্ধুর ম্যুরাল করা যাবে নাঃ

মোহাম্মদ মাহমুদুল হাসান,বিশেষ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমতি ছাড়া কোথাও বঙ্গবন্ধুর ম্যুরাল করা যাবে না— নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ পালন নিয়ে সংসদ সদস্যদের বাড়াবাড়ি না করারও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় বক্তব্যকালে প্রধানমন্ত্রী এ হুঁশিয়ারি দেন। সভায় মুজিববর্ষ পালন করতে গিয়ে অতিরঞ্জিত কিছু যেন না হয় সেজন্য সংসদ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি বঙ্গবন্ধুকে হত্যার পর কী অবস্থায় আমাদের চলতে হয়েছে। ওই সময় অনেকের ভূমিকা আমি জানি। তাই মুজিববর্ষের কর্মসূচি পালনের নামে বাড়াবাড়ি করা যাবে না। এ সময় তিনি নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি পালনের পরামর্শ দেন।’ আওয়ামী লীগ সভাপতি বলেন, মুজিববর্ষকে কেন্দ্র করে ঢালাওভাবে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ করা যাবে না। বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরিতে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘কেউ ম্যুরাল করতে চাইলে যেন ট্রাস্টের অনুমতি নিয়ে করেন। অনুমতি ছাড়া যত্রযত্র যেন ম্যুরাল তৈরি করা না হয়।’ সভায় প্রধানমন্ত্রী মুজিববর্ষে গৃহহীনদের বাড়িঘর করে দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে এ ব্যাপারে এমপিদের কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, ‘মুজিববর্ষে যেন কেউ গৃহহীন না থাকে এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে। যাদের ঘরবাড়ি নেই তাদের ঘরবাড়ি তৈরি করে দিতে হবে।’


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest