মোহাম্মদ মাহমুদুল হাসান,বিশেষ প্রতিনিধিঃ র্যাবের মহাপরিচালক ড. বেনজির আহমেদ বলেন, ‘মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদযাপনকে কেন্দ্র করে আমরা পুরো শহীদ মিনার এলাকা পাঁচটি সেক্টরে ভাগ করেছি। এই সেক্টরগুলোতে আমরা তিন ধাপে নিরাপত্তা দেবো’। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। র্যাব ডিজি বলেন, ‘তিনটি ধাপের প্রথমটি হচ্ছে, শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পূর্ববর্তী সময়। অর্থাৎ এটি এখন চলমান। দ্বিতীয় ধাপ শুরু হবে সন্ধ্যা থেকে যা চলবে আগামীকাল দুপুর পর্যন্ত। এরপরেও তৃতীয় ধাপে আমাদের নিরাপত্তা বলবৎ থাকবে’। তিনি বলেন, ‘র্যাবের পোষাকের পাশাপাশি সাদা পোষাকে র্যাব, মোটরসাইকেল ও গাড়ির টহল, ডগ স্কয়াড, বোম ডিস্পোজাল টিম এমনকি হেলিকপ্টারও স্ট্যান্ডবাই থাকবে’। র্যাব পরিচালক ড. বেনজির আহমেদ বলেন, ‘র্যাবের পোষাকের পাশাপাশি সাদা পোষাকে র্যাব, মোটরসাইকেল ও গাড়ির টহল, ডগ স্কয়াড, বোম ডিস্পোজাল টিম এমনকি হেলিকপ্টারও স্ট্যান্ডভাই থাকবে। যাতে করে আমরা যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে পারি’। এছাড়া, আজিমপুর কবরস্থানে অনেকেই যান শহীদদের কবরে শ্রদ্ধা জানাতে, সেখানেও র্যাবের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি। এছাড়াও ঢাকার বাইরর সব বিভাগীয় শহরেও শহীদ মিনারগুলোতে নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানান র্যাব প্রধান। নিরাপত্তার কোনও হুমকি আছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সমস্ত গোয়েন্দা সংস্থার সাথে সমন্নয় করে কাজ করছি।