মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৭ দিন ব্যাপী ভাষা সৈনিক সুলতান বই মেলার উদ্বোধন হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্ত্বরে ফিতা কেটে বেলুন উড়িয়ে বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় । উক্ত বই মেলার উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম খান ওয়ারেশী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন প্রমুখ। মেলা উদ্বোধন শেষ অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রকাশনার পক্ষ থেকে প্রদশনী ও ক্রয়-বিক্রয়ের জন্য মোট ২২ টি স্টল অংশ নিয়েছে।।