ভাষা দিবসে বিডি ক্লিনের সচেতনতা সচেতনতা কর্মসূচি

প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০

ভাষা দিবসে বিডি ক্লিনের সচেতনতা সচেতনতা কর্মসূচি
রিফাত আহমেদ রাসেল,(নেত্রকোনা) প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে নেত্রকোনায় বিডি ক্লিন সচেতনতা কর্মসূচি পালন করেছে। আজ শুক্রবার বিকেলে শহরের স্থানীয় শহীদ মিনার চত্বরে পরিছন্নতা কর্মসূচি কার্যক্রম হাতে নেয়। নেত্রকোনা জেলার সমন্বয়ক মোঃ তোফায়েল খানের নেতৃত্বে বিডি ক্লিন এর ৩০ থেকে ৩৫ জন তরুণের একটি দল শহীদ মিনার প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন । এর আগে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে পরিছন্নতা বিষয়ক শপথ বাক্য পাঠ করানো হয় । সংগঠনের উপদেষ্টা অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী শপথ বাক্য পাঠ করান। এ সময় সংগঠনের উপদেষ্টা সাংবাদিক আলপনা বেগম, সদস্য নাজনীন সুলতানা সুইটি ও সাংবাদিক কে এম সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে তারা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। আর এই অঙ্গীকারের অংশ হিসেবেই দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে প্রতীকী হিসেবে তুলে ধরছেন মানুষের কাছে তুলে ধরে সচেতনতা সৃষ্টি করাই তাদের লক্ষ্য।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest