চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত-২

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত-২
ইসারুল হক চাঁপাইনবাবগঞ্জঃচাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার চিনিয়াতলায় সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আজ ২৩ ফেব্রুয়ারি ২০২০ রবিবার সকালে রহনপুর-নাচোল সড়কের চিনিয়াতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হচ্ছেন, রহনপুর পৌরসভা এলাকার প্রসাদপুর গ্রামের ইলিয়াসের ছেলে টিটু (৩০) ও একই গ্রামের কুদ্দুম আলীর ছেলে সেরাজুল (৪৪)। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, রবিবার সকালে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-০৬০৪) এর সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী টিটু (৩০) ঘটনাস্থলে মারা যায়। স্থানীয় লোকজন মোটরসাইকেলের অপর যাত্রী সেমাজুলকে আহত অবস্থায় উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কিন্তুু পথিমধ্যে সেরাজুল মারা যান। উল্লেখ্য যে, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, বর্তমানে ট্রাকটিকে থানায় আটক করলেও চালক পলাতক রয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest