ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

মোঃ সাগর মল্লিক, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি হাসপাতালের অপারেশনের জন্য রোগীদের কাছ থেকে টাকা গ্রহণ,ঔষধের কৃত্রিম-সংকট সৃষ্টি,পরিস্কার পরিচ্ছন্নতায় বরাদ্দের টাকা আত্মসাৎ,সহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.অসিম কুমার সমাদ্দার এর বিরুদ্ধে।পাগলা উত্তরপাড়া এলাকার এ্যাপান্ডিসের রোগীর মা সকিনা বেগম বলেন,গরীব মানুষ তাই সরকারি হাসপাতালে এসেছি। কিন্তু এখানেও মেয়েকে অপারেশন বাবদ দুই হাজার টাকা দিয়েছি,অনেক কষ্ট করে।জাড়িয়া মাইটকুমা এলাকার লিপি বলেন, তিন হাজার টাকা দিয়ে মেয়েকে এ্যাপান্ডিসের অপারেশন করিয়েছে। লখপুর গ্রামের শ্বাসকষ্টের রোগী জাকির হোসেন বলেন,সকালে সাড়ে তিন’শ এবং রাতে তিন‘শ আশি টাকার ঔষধ ক্রয় করেছি। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে যদি এত ঔষধ ক্রয় করতে হয় তা হলে আমরা গরীব মানুষ কোথায় যাবো। এসব বিষয়ে সেবিকারা বলেন, চিকিৎসকরা ব্যবস্থাপত্র দেন, সে অনুযায়ী আমরা ঔষধ সরবরাহ করি। উপর পর্যন্ত আমাদের কোন হাত থাকে না, তাদের নির্দেশেই চলতে হয়। সবই তো আপনারা বোঝেন। এয়াড়াও লখপুর এলাকার সাইদুল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার এর কাছে ফিটনেস সার্টিফিকেট নিতে আসলে কোন ধরনের ফিটনের পরীক্ষা ছাড়াই মোটা অংকের টাকার বিনিময়ে ফিটনেস সার্টিফিকেট প্রদান করেন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.অসিম কুমার সমাদ্দার কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন,আমরা রোগীদের অপারেশন বাবদ কোন ধরনের টাকা নিই না । তাছাড়া বাকি অভিযোগ গুলোও ভিত্তিহীন।বাগেরহাট সিভিল সার্জন হুমায়ুন কবির বলেন,ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.অসিম কুমার সমাদ্দারের অনিয়মের বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest