শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরোঃ বরিশালে শিশু সুমির (ছদ্মনাম) ধর্ষক মেহেদীকে আটক করেছে র্যাব-৮। গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) আলোকিত সময় ডটকম এর নিউজ ‘বরিশালে কুড়িয়ে পাওয়া সেই শিশুটি ধর্ষিত’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। পরে এই সংবাদ প্রাপ্তিতে র্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে এবং তদন্তের এক পর্যায়ে বিভিন্ন কৌশলের মাধ্যমে জানতে পারে যে রিফাত সাহা (২৫) নামের ওই যুবক গত ২৪ ফেব্রুয়ারি বেলা ২টায় বরিশাল লঞ্চঘাট থেকে বাড়ী নিয়ে যাওয়ার কথা বলে একটি হোটেলে নিয়ে ধর্ষণ করে। এই সংবাদ প্রাপ্তিতে র্যাব-৮ এর একটি আভিযানিক দল আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক রিফাতকে গ্রেফতার করে। রিফাত নগরীর রসুলপুর এলাকার সেলিম সাহার পুত্র। প্রাথমিক ভাবে আটককৃত রিফাত সাহা ঘটনার সত্যতা স্বীকার করে এবং ভিকটিম আসামীকে সনাক্ত করে। উল্লেখ্য, মেয়েটি তার বাবা মার সাথে ঢাকায় থাকে। গত ২৩ ফেব্রুয়ারি সে কাউকে কিছু না বলে তার বোনের বাড়ীর উদ্দেশ্য ঢাকা থেকে লঞ্চ যোগে বরিশাল রওনা করে। ২৪ ফেব্রুয়ারি ভোরে লঞ্চ থেকে নামার পর সে কিছু চিনতে না পেরে কান্নাকাটি করতে থাকে। তখন রিফাতের সাথে তার দেখা হয় এবং রিফাতকে বলে আমি ঢাকা যাব। রিফাত তখন ছোট্ট মেয়েটির দুর্বলতার সুযোগ নিয়ে ঢাকা পাঠানো কথা বলে একটি হোটেলে নিয়ে ধর্ষণ করে। প্রাথমিক ভাবে মেয়েটিকে খুবই বিমর্ষ ভীত এবং মানসিবভাবে অসুস্থ বলে মনে হয়েছে বলেও জানায় র্যাব। আসামী রিফাতকে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।