ঢাকা ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০
মোহাম্মদ মাহমুদুল হাসান,বিশেষ প্রতিনিধিঃ উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে উত্তরার হাউজ বিল্ডিং সড়কে হঠাৎ এ বিস্ফোরণ হয়। পাশেই মেট্রোরেলের কাজ চলছিল। ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরণ ও আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে আনে। শেষ খবর (১২টা ১০ মিনিট) পাওয়া পর্যন্ত লিকেজ থেকে গ্যাস বের হচ্ছে, তবে আগুন বা ধোঁয়া নেই। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST