গণমানুষের নেতা প্রয়াত নেক’র ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৯

গণমানুষের নেতা প্রয়াত নেক’র ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ: গণমানুষের নেতা সাবেক পৌর চেয়ারম্যান প্রয়াত মুক্তিযোদ্ধা মনোয়ার বখত নেক এর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তি, অভিনয় ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় শহরের শাপলা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। একতারা শিল্পীগোষ্ঠী, সুনামগঞ্জ এর আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রায় ৩ শতাধিক প্রতিযোগি অংশগ্রহন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একতারা শিল্পীগোষ্ঠীর সহসভাপতি ঝন্টু তালুকদার, সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকতের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি, আওয়ামী লীগ নেতা অ্যাড. চান মিয়া, অ্যাড. নজরুল ইসলাম, পৌর আ.লীগ নেতা সফিকুল ইসলাম, লিটন সরকার, অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, স্বপ্নিল ফাউন্ডেশনের চেয়ারম্যান শামসুল কাদির মিছবাহ, নির্বাহী পরিচালক আলমগীর হোসাইন, পৌর আ.লীগ নেতা শাহরিয়ার আহমদ রিগ্যান প্রমুখ।

অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন আলহাজ্ব মতিউর রহমান কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অণিশ তালুকদার বাপ্পু, নাট্যাভিনেতা তপন কর, শিক্ষক আজিজুল তহুর, সংস্কৃতিকর্মী রোকশানা আলম শশী।


alokito tv

Pin It on Pinterest