খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরোঃ সারাদেশের ন্যায় নীলফামারীতে জাতীয় ভোটার দিবস পালন করা হয়। সোমবার সকালে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে “ভোটার হয়ে ভোট দেব-দেশ গড়ায় অংশ নেব” এ প্রতিপাদ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুল, থানা অফিসার ইনচার্জ হারুন অর রশীদ,জাতীয় পার্টির উপজেলা আহবায়ক রেজাউল আলম স্বপন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল বাবু,উপজেলা নির্বাচন অফিসার মনোয়ার হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ টি এম নুরুল আমিন শাহ্,পুটিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সায়েম লিটন,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমকর্মী।
পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন বলেন,ভোটার শুধু করলেই হবে না ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিতির বিষয় নিশ্চিত করার লক্ষে কাজ করতে হবে। তিনি খুব দুঃখ প্রকাশ করে বলেন, আগে ভোটের দিন আসলে ভোটারদের মাঝে আনন্দ কাজ করতো, এখন ভোটের দিন আনন্দের পরিবর্তে ভোটারদের মাঝে শোক দেখা যায়। এর আসল কারণ কি? তিনি বলেন, ভোটারদের উপস্থিতি কেন এত কম সে বিষয়ে সরকারসহ সকলকে কাজ করতে হবে।