মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:- পটুয়াখালীর কলাপাড়ায় মঙ্গবার সন্ধ্যায় স্বাধীনতা বিরোধী জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও ছাত্রলীগকর্মী রাসেল ও রাকিবের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের উদ্যেগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্য্যলয়ের সামনে থেকে বের হয়ে কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্য্যলয়ের সামনে এসে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় । প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.নাজমুল হক হাওলাদার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম হাসিব গাজী, যুবলীগ নেতা রতন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বায়তুল জামান রাতুল, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান দিপু, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি- জহিরুল ইসলাম মিরাজ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম দিপ্ত, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আহম্মেদ মুন্না, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক- জুয়েল রানা প্রমুখ। উক্ত প্রতিবাদ সভায় সঞ্চালক ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ – সভাপতি মহিবুল্লাহ মহিব ।