ঢাকা ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০
করোনা (কভিড-১৯) মোটামুটি বড়সড় ভাইরাস। তবুও খালি চোখে দেখা যায় না করোনা। এটাকে দেখতে লাগবে ইলেক্ট্রন মাইক্রোস্কোপ!
আকারের কারনে বাজারে পাওয়া যায় এমন মাস্ক এটাকে প্রতিরোধ করতে স্বক্ষম।
যেহেতু করোনা ভাইরাস বাতাসে নয়, মাটিতে অবস্থান করে, তাই এটা বাতাসে ছড়ায় না।
কোনো ধাতব তলে বা বস্তুতে করোনা পড়লে প্রায় ১২ ঘন্টা জীবিত থাকে। তাই সাবান দিয়ে হাত ধুলেই তা মরে যায়।
কাপড়ে এ ভাইরাস প্রায় ৯ ঘন্টা জীবিত থাকে। তাই, কাপড় ধুয়ে নিলে বা রোদে ২ ঘন্টা রাখলে এটি মরে যায়।
হাতে বা ত্বকে ভাইরাসটি ১০ মিনিটের মতো জীবিত থাকে। তাই, এলকোহল মিশ্রিত জীবানু নাশক হাতে মেখে নিলেই ভাইরাসটি মরে যাবে।
করোনা গরম আবহাওয়ায় বাঁচে না। ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটি মরে যায়। কাজেই, ভাল না লাগলেও এখন বেশি বেশি গরম পানি পান করবেন, আইসক্রিম থেকে দূরে থাকুন।
আর, নাকে-মুখে আঙ্গুল বা হাত দেবার অভ্যাস পরিত্যাগ করতে হবে। কারন, মানবদেহে জীবানু প্রবেশের সদর দরজা হলো নাক-মুখ-চোখ! – ইউনিসেফ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST