রাজশাহীর পদ্মা নদীতে বর যাত্রীবাহী দুটি নৌকা ডুবি, নিখোঁজ ৩৫, নিহত ১

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০

রাজশাহীর পদ্মা নদীতে বর যাত্রীবাহী দুটি নৌকা ডুবি, নিখোঁজ ৩৫, নিহত ১

ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীর শ্রীরামপুর সংলগ্ন পদ্মা নদীতে বিয়ে বাড়ির বর যাত্রীবাহী দুটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ জন নারী-পুরুষ ও শিশু রয়েছে। এরমধ্যে ৫ জন ভেসে উঠলে বাকি ৩০ জনের কোন সন্ধান নেই। ভেসে উঠা ৩ জনের মধ্যে মরিয়ম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মরিয়ম নগরীর রাজপাড়া থানার বসুয়া এলাকার রতনের মেয়ে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জানা গেছে, চরের বিয়ে থেকে বর যাত্রীবাহী দুটি নৌকা পদ্মা নদী দিয়ে যাচ্ছিলো। এ সময় দুটি নৌকাই ডুবে যায়। এতে ৩৫ জন নিখোঁজ হয়। পরে তিন জন উদ্ধার হয়ে রামেক হাসপাতালে ভর্তি হলেও ১ শিশুর মৃত্যু হয়। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাত সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নৌকা ডুবিতে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছে। তবে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। ডুবে যাওয়া নৌকায় নারী ও পুরুষ যাত্রী ছিলেন। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবুরি দল কাউকে উদ্ধার করতে পারেনি। রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রফিকুল ইসলাম বলেন, এ পর্যন্ত হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছে। এরমধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest