হামলাকারীদের শাস্তির দাবিতে ঢাকাস্থ নেত্রকোনার শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০

হামলাকারীদের শাস্তির দাবিতে ঢাকাস্থ নেত্রকোনার শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রিফাত আহমেদ, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার সুসং দুর্গাপুরে নিরাপদ সড়কের দাবিতে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর প্রশাসনের নিষ্ক্রিয়তায় বালু ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে ঢাকাস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সচেতন শিক্ষক এবং শিক্ষার্থীরা শুক্রবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। আন্দোলনকারীরা নিরাপদ সড়কসহ ১২ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসনকে আহবান করার পাশাপাশি হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারী ’ঢাকাস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সচেতন শিক্ষক এবং শিক্ষার্থীর ব্যানারের’ আহবায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. নুরুল ইসলাম মুজিব এই বিষয়ে বলেন, গত কয়েকদিন ধরে শ্যামগঞ্জ টু দুর্গাপুরের রাস্তায় স্বল্প সময়ের মধ্যে বেপরোয়া গতির বালুবাহী ট্রাক চলাচলের কারণে প্রায় ১০-১৫ জন মারা যায়। এরই প্রেক্ষিতে দুর্গাপুরে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভ করলে বালু ব্যবসায়ী আলাল সর্দারের নেতৃত্বে তাদের ওপর নগ্ন হামলা চালায়, এই হামলার তীব্র নিন্দা জানাই । ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আবুল হোসেন আবির বলেন, দুর্গাপুরের প্রাকৃতিক সম্পদ দেশ ও জাতির সম্পদ। এই সম্পদ নষ্ট করে যারা দুর্গাপুরকে মৃত্যুফাঁদে পরিণত করছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আমাদের দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে। যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সংগঠক শামসুদ্দিন বলেন, বেপরোয়া চালক ও প্রশাসনের দুর্বলতার কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। লাইসেন্স বিহীন গাড়ি ও চালকদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরী। এ বিষয়ে মানববন্ধনে অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীরাও প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং বালু ব্যবসায়ীদের ধিক্কার জানান। পাশাপাশি তারা নিরাপদ সড়কসহ বিভিন্ন শ্লোগানের মধ্যদিয়ে দাবিসমূহ উল্লেখ করেন। মানববন্ধনের যুগ্ম আহবায়ক এবং অন্যান্য সদস্যরা তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পযন্ত বিভিন্ন মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়ে দেন। তাদের উল্লেখ্যযোগ্য দাবিগুলো হলো – সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত বালু বাহী ট্রাক চলবে না, যানবাহনের গতিসীমা ২০-৩০ কি.মি করতে হবে, লাইসেন্স বিহীন গাড়ি ও চালক সম্পূর্ণ বন্ধ করতে হবে, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সাইনবোর্ড দিতে হবে। উল্লেখ্য যে, গত ২৯ ফেব্রুয়ারী ২০২০, দুর্গাপুরের শান্তিপুর নামক স্থানে ট্রাক দুর্ঘটনায় ৪ এসএসসি পরীক্ষার্থী নিহত হয়। এছাড়াও এখানে প্রতিনিয়ত সাধারণ মানুষ দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে। এরকম ঘটনায় প্রশাসনের কাছ থেকে বারবার আশ্বাস পেলেও কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। মৃত্যুপুরী এ রোডের নিরাপত্তার লক্ষ্যে কয়েকদিন ধরে এলাকাবাসী আন্দোলন করে। এতে বালু ব্যবসায়ী আলাল সর্দারের গ্যাং সাধারণ মানুষের হামলা চালায়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest