ঢাকা ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২০
মোঃ ফিরোজ হোসেন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে অটো চার্জার চালিত ভ্যান নিয়োন্ত্রণ হারিয়ে মোতালেব (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার সিংড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব উপজেলার গুড়নই গ্রামের মৃত লায়েবুল্লার ছেলে। এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে মোতালেব মেম্বার বাড়ি থেকে আত্রাই সাহেবগঞ্জ বাজারে অটো চার্জার চালিত ভ্যানে আসছিলো সামনে থেকে এক শিশু বাইসাইকেল নিয়ে ভ্যানের সামনে আসলে ভ্যান নিয়োন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটো চার্জারের আরোহী মোতালেব গুরত্বর আহত হয়। এলাকাবাসী সাথে সাথে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাজশাহীর বাগমাড়া এলাকায় পৌচ্ছালে পথ মধ্যেই তার মৃত্যু হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST