মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি: বরগুনা সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) কার্যনিবার্হী কমিটির সভাপতি পদে অ্যাড. এম. মজিবুল হক কিসলু( ষ্টাফ রিপোর্টার যুগান্তর) ( যমুনা টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি) ফেরদৌস খানঁ ইমনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য কার্যকরি কমিটি ঘোষনা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের কাযার্লয় সময় টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার আবদুল আজিমের সভাপতিত্বে সভা শুরু হয়। আলাপ আলোচনার মধ্যে দিয়ে তিনি কমিটি ঘোষনা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হল, সহসভাপতি মোহাম্মদ রফিক (প্রথম আলো) যুগ্ম সাধারণ সম্পাদক, আবদুল আজিম (ষ্টাফ রিপোর্টার সময় টেলিভিশন) সাংগঠনিক সম্পাদক, ইমরান হোসেন টিটু (৭১ টেলিভিশন) কোষাধ্যক্ষ আরিফ হোসেন ফসল (ইনডেপেনডেন্ট ও ইত্তেফাক) প্রচার সম্পাদক খায়রুল ইসলাম আকাশ (মানবজমিন) সদস্য, চিত্ত রঞ্জন শীল (ষ্টাফ রিপোর্টার সংবাদ) সদস্য, এম. জসিম উদ্দিন (ব্যুরো প্রধান প্রথম আলো) সদস্য, খায়রুল বাসার বুলবুল (বাসস) ও সদস্য মনোতোষ হাওলাদার (আর টিভি ও কালের কণ্ঠ) কমিটির মেয়াদ হবে এক বছর।