শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো :- করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) দেড়শ শয্যাবিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড চালু করা হচ্ছে। হাসপাতাল চত্বরের নির্মানাধীন ভবনে ৫টি বেডের মাধ্যমে এ নতুন ওয়ার্ডের কার্যক্রম শুরু করা হবে। ইতোমধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক এমপি। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, দেশে করোনার রোগী সনাক্ত হলেও আতংকের কিছুই নেই। তিনি বলেন, সন্দেহপ্রবণ রোগীদের নতুন ভবনের নিচতলায় আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে। এখানে দেড়শ থেকে ২শ রোগী থাকার ব্যবস্থা করা হচ্ছে। সোমবার ৫টি বেড প্রস্তুত করে কার্যক্রম শুরু করা হবে। এদিকে ভাইরাস মোকাবেলায় ৪ সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটিও করা হয়েছে। কমিটির প্রধান মেডিকেল কলেজের অধ্যক্ষ। হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান এ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। স্বাস্থ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।