করোনা ভাইরাস আতঙ্কে পাসপোর্ট যাত্রীদের ভারতে প্রবেশে ধীরগতি

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০

করোনা ভাইরাস আতঙ্কে পাসপোর্ট যাত্রীদের ভারতে প্রবেশে ধীরগতি

বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ সারা বিশ্বব্যাপি নতুন আতঙ্কর নাম করোনা ভাইরাস। চীনের সীমানা পেরিয়ে ইতিমধ্যে বিশ্বের ৬০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এ মহামারি সংক্রামক ভাইরাস। বাংলাদেশও রয়েছে কঠোর সতর্কবস্থায়। এ ভাইরাস ছড়িয়ে পড়ার ফলে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে দেখা গেছে তাপমাত্রা মাপার জন্য স্বাস্থ্য কর্মীরা কাজ করছে। ভারত সীমান্তের পেট্রাপোল চেকপোষ্টে গত দুদিনে করোনা ভাইরাস সনাক্তের জন্য সেদেশের স্বাস্থ্য কর্মীরা অত্যন্ত সতর্কতার সাথে কাজ করছে। আর এ কাজ করার ফলে ভোগান্তিতে পড়ছে বাংলাদেশ থেকে ভারতগামী পাসপোর্ট যাত্রীরা। সরেজমিনে বেনাপোল নোম্যান্সল্যান্ডে বেলা ১২টার সময় দেখা গেছে, ভারতীয় ইমিগ্রেশনে বাংলাদেশ থেকে যাওয়া পাসােপার্ট যাত্রীদের অত্যন্ত সতর্কতার সাথে সেদেশে প্রবেশ করাচ্ছে। প্রতিটি যাত্রীকে তারা ভালভাবে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যেমে ইমিগ্রেশনে প্রবেশের অনুমতি দিচ্ছে। এর ফলে সময় ক্ষেপন হচ্ছে। যার জন্য হাজার হাজার লোক বেনাপোল নোম্যান্সল্যান্ডে ভারত প্রবেশের অপেক্ষায় রয়েছে। পাসপোর্ট যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে বলে নাটোর থেকে আসা যাত্রী আশরাফ হোসেন মন্তব্য করেন। বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বলেন, ওপারে করোনা ভাইরাস নিয়ে খুব সতর্ক ভাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য বেনাপোল নোম্যান্সল্যান্ডে যাত্রীদের ভীড় জমেছে। বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, বেনাপোলের ওপারে পেট্রাপোল ইমিগ্রেশনে প্রবেশের আগে সে দেশের মেডিকেল টিম যাত্রীদের পরীক্ষা নিরীক্ষার জন্য নোম্যান্সল্যান্ডে যাত্রীদের ভীড় লক্ষ্য করা গেছে। তবে আমাদের বেনাপোল ইমিগ্রেশনে দ্রুত যাত্রীদের সেবা প্রদান করে ছেড়ে দেওয়া হচ্ছে। আমি যাত্রীদের দীর্ঘ ভীড় দেখে ওপারে ইমিগ্রেশনে আলাপ করার জন্য গিয়েছিলাম। সেখানে তাদের ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছে রাষ্ট্রের সিদ্ধান্তের জন্য একটু সতর্কতার সাথে মেডিকেল টিম পরীক্ষা করায় যাত্রীদের ভীড় জমে গেছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest