টাঙ্গাইলে ৭৯০ পিস ইয়াবা সহ একজন গ্রেফতার

প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২০

টাঙ্গাইলে ৭৯০ পিস ইয়াবা সহ একজন গ্রেফতার
শহিদুল ইসলাম সোহেল,ময়মনসিংহ ব্যুরোঃ টাঙ্গাইলে ৭৯০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. আনিছ মিয়া (২৫)। সে টাঙ্গাইল পৌরসভার পূর্ব আদালত পাড়ার মো. ইসমাইল হোসেন এর ছেলে। র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর নেতৃত্বে একটি দল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন নাসির গ্লাস ফ্যাক্টরির পূর্ব পাশ থেকে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আনিছ মিয়াকে গ্রেফতার করে। তার শরীর ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশী করে সাতশ’ ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তার কাছে একটি মোবাইল, ২টি সিম কার্ড ও নগদ তিনশ’ টাকা পাওয়া যায়। পরে মো. আনিছ মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে সে দীর্ঘদিন যাবৎ পাইকারী ও খুচরা ব্যবসা পরিচালনা করে আসছে বলে জানায়। এবিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. আনিছ মিয়ার বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest