মধুপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন উপলক্ষে র‌্যালি,আলোচনা ও মহড়া অনুষ্ঠান

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

মধুপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন উপলক্ষে র‌্যালি,আলোচনা ও মহড়া অনুষ্ঠান
মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ : “দূর্যোগ ঝুঁকিপূর্ণ হ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি”এ শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে মধুপুর উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর যৌথ আয়োজনে জলছত্র ওয়াল্ড ভিশনের সহযোগিতায় অনুষ্ঠানে র‌্যালি, আলোচনা সভা ও দূর্যোগ ব্যবস্থাপনার মহড়া অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্ত¡র থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই স্হানে এসে শেষ হয়। মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, সহকারী কমিশনার (ভূমি) এম.এ. করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম সহ উপজেলা প্রসাশনের বিভিন্ন দপ্তরের কর্ম কর্তাগন সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে জনসচেতনার জন্য মধুপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো:দেলোয়ার হোসেনের নেতৃত্বে ফায়ারসার্ভিসের একটি দল ও স্কাউট দল আগুন নির্বাপক, ভূমিকম্পসহ নানা দূর্যোগের প্রস্তুতি ও ঝুঁকি মোকাবেলার জন্য উপজেলা পরিষদ প্রাঙ্গনে মহড়া প্রদর্শন করে। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্ম কর্তাগন সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest